ভোলা মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫
০৪ অক্টোবর ২০২৫

ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আনুষ্ঠানিক রেজিষ্ট্রেশন উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক
108

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ | ০৪:১০:২৪ পিএম
ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আনুষ্ঠানিক রেজিষ্ট্রেশন উদ্বোধন



ভোলাদর্পণ প্রতিবেদক : শতবর্ষে পদার্পণ করছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রাচিনতম শত বছরের ঐতিহ্যবাহী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা। শতবর্ষ উদযাপন পরিষদের আয়োজনে অ্যালামনাইদের অনলাইন ও অফলাইন রেজিষ্ট্রেশন আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৪অক্টবর)মাদরাসার সভা কক্ষে সকাল ১০টার সময় শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক প্রফেসর ড.মোহাম্মদ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের সদস্য সচিব অত্র মাদরাসার সাবেক কৃতি ছাত্র,বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর)মাদরাসার বর্তমান উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

 

 তিনি মাদরাসার প্রতিষ্ঠাতা, ওলামায়ে কেরাম যারা দ্বীনি শিক্ষার কার্যক্রম চালিয়ে গেছেন তাদের অবদানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল ১৯১৩ সালের ১লা জানুয়ারি আধুনিক মুসলিম রেনেসার যুগে। এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং মুসলিম সমাজের শিক্ষা, সংস্কৃতি, সমাজ সংস্কার ও জাতীয় জাগরনের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। শতবর্ষ উদযাপনের মাধ্যমে মাদরাসার দীর্ঘ ঐতিহাসিক অবদান স্বীকৃতি পাবে বলে জানান।

শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক প্রফেসর ড.মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, এ প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বইছে সাবেক ও বর্তমান ছাত্রসহ সংশ্লিষ্টদের মধ্যে। তারা ইতিহাসের পাতায় মাদরাসার রুপ-রস রাঙিয়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অফুরন্ত। এ মাদরাসার শিক্ষা জীবন পার করে দেশ ও দেশের বাইরে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন অসংখ্যজন। তাদের মিলনমেলায় বাড়তি আকর্ষণ ছড়াবে শতবর্ষী অনুষ্ঠানটি। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন এই অনুষ্ঠানটি বাস্তবায়নে সকলের সার্বিক সহোযোগিতা একান্ত কাম্য। 

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসার সাবেক কৃতি ছাত্র ভোলা জেলা জজ আদালতের অতিরিক্ত পি পি এডভোকেট মোঃ ইউসুফ, জনতাবাজার জিয়াউর রহমান কলেজ চরফ্যাশনের অধ্যক্ষ মোঃ ইউনুস শরীফ,৮নং মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ ফরিদ উদ্দিন, নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান, দক্ষিণ রুহিতা এরহমানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মুছা কালিমুল্লাহসহ মাদরাসার সাবেক শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন হালিমাখাতুন কলেজের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম। 

এবছর শতবর্ষ উদযাপনের জন্য ৩০ ডিসেম্বর ২০২৫,মঙ্গলবার,তারিখ নির্ধারন করা হয়েছে। সকাল ১০ ঘটিকায়, স্থান মাদরাসা ক্যাম্পাস। এলামনাই রোজিস্ট্রেশনের শেষ তারিখ ৩১ অক্টবর ২০২৫ এবং শতবর্ষ পূর্তি উদযাপন উপদেষ্টা পরিষদ,শতবর্ষ উদযাপন পরিষদ,শতবর্ষ উদযাপন বিভিন্ন উপ-পরিষদ সমূহ গঠন করা হয়েছে। একটি সমৃদ্ধ স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত ও খসড়া বাজেট তৈরী করা হয়। জন প্রতি রেজিষ্ট্রেশন ফি ২০০০/-টাকা ধার্য করা হয়।

 


আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও