ভোলায় উদযাপিত হল জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
75
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ | ০৮:১০:০৬ পিএম
ভোলাদর্পণ প্রতিবেদক : “আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি সাহসে লড়ি,দেশের কল্যানে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হল জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হল একটি কন্যা সমাবেশ ও আলোচনা সভা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনায় প্রধান অতিথি বলেন, “কন্যারা শুধু পরিবার নয় বরং সমাজ ও রাষ্ট্রের জন্য বড় অবদান রাখে। কারন আজকের কন্যা শিশুটি আগামী দিনের মা। আর মা হল প্রতিটি সন্তানের জন্য শ্রেষ্ট শিক্ষক”।
ডিসি বলেন,” এ জন্যইতো ন্যাপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও,আমি একটি শিক্ষিত জাতি দিবো। তিনি কিন্তু বাবার কথা বলেন নি। তাই প্রতিটি কন্যাকে গুরুত্ব দিতে হবে”।
শিশু একাডেমির সমন্বয়ক গোপাল দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকার ও শিশু একাডেমির কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজিত এবং জেলা শিশু একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত সমাবেশে প্রতিষ্ঠিত নারীদের মধ্য থেকে নিজেদের সংগ্রাম ও সফলতার গল্প ব্যক্ত করেন সাবেক অধ্যক্ষ খালেদা খানম ও নজরুল্লাহ সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা এবং কন্যা দিবসের তাৎপর্য তুলে ধরেন কয়েকজন কন্যা।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাজিবুল ইসলাম ও সহকারী কমিশনার মোঃ আলী আজম সহ বিভিন্ন স্তরের কন্যা ও নারী অতিথি কৃন্দ।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না ঃ ভোলাবাসী পাবেনা গ্যাস সংযোগ
১৬ নভেম্বর ২০২৫
ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না ঃ ভোলাবাসী পাবেনা গ্যাস সংযোগ
১৬ নভেম্বর ২০২৫
ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ শুরু হচ্ছে না ঃ ভোলাবাসী পাবেনা গ্যাস সংযোগ
১৬ নভেম্বর ২০২৫
আজ ভয়াল ১২ নভেম্বর
১৬ নভেম্বর ২০২৫
আজ ভয়াল ১২ নভেম্বর
১৬ নভেম্বর ২০২৫
আজ ভয়াল ১২ নভেম্বর
১৬ নভেম্বর ২০২৫
