ভোলা মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫
১৬ নভেম্বর ২০২৫

ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক
41

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ | ০৮:১০:৫৩ পিএম
ভোলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত



ভোলাদর্পণ প্রতিবেদক : “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতেœ তোমায় রাখবো আগলে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোলা জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর, ভোলা এবং প্রবীণ হিতৈষী সংঘ, ভোলার যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সকাল ১১:৩০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন, প্রবীণ হিতৈষী সংঘ, ভোলার সভাপতি প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ভোলা’র সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক রজত শুভ্র সরকার। হাফেজ বনী আমিন কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

 

জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা এর সহকারী পরিচালক কাজী গোলাম কবির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, প্রবীণ হিতৈষী সংঘ, ভোলা এর কোষাধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, মোঃ মোবাশ্বের উল্লাহ চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা উত্তর শাখার সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, এনসিপি’র সদস্য মীর মোশাররফ অমি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ভোলা’র সভাপতি মোঃ মেজবাহ উদ্দীন প্রমুখ আলোচনায় অংশ নেন।

 

প্রবীণ ও নবীন ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সংবাদকর্মী ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আরও পড়ুন: