ভোলা পৌরসভার অবৈধ স্থাপনা দখলমুক্ত অভিযান: পৌর কর্মচারীদের উপর হামলা :৩টি গাড়ি আগুন
নিজস্ব প্রতিবেদক
42
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ | ১২:১০:৫২ পিএম
ভোলা পৌরসভার অবৈধ স্থাপনা দখলমুক্ত অভিযান: পৌর কর্মচারীদের উপর হামলা :৩টি গাড়ি আগুন
ষ্টাফ রিপোর্টার : ভোলা পৌরসভার নতুনবাজার চত্বরে শনিবার (২৫ অক্টোবর) বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে হকার ও ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে পৌর প্রশাসন। এ সময় ক্ষুব্ধ ব্যবসায়ী ও অটোরিকশাচালকেরা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান। স্থানীয় লোকজন জানান, নতুনবাজার চত্বর একসময় নানা সামাজিক অনুষ্ঠানের কেন্দ্র ছিল। তবে বিগত সরকারের সময়ে পুকুর ভরাট ও টাউন হল ভেঙে কমপ্লেক্স নির্মাণের পর আশপাশে শতাধিক অস্থায়ী দোকান গড়ে ওঠে। বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর পর বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন লাগানোর ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আধা ঘণ্টার মধ্যে পৌরসভার ট্রাক তিনটি পুড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। এসময় ঘটনাস্থলে এসে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের বলেন, পৌরসভা কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল এবং ৩টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে আছে।তিনি জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে পৌরসভা থেকে আগে আমাদের জানানো হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ভোলা সদর পৌরসভার প্রশাসক মো. মিজানূর রহমান বলেন, নতুন বাজারে মডেল মসজিদের পাশে পৌরসভার নিজস্ব স¤পত্তিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল ব্যবসায়ীরা। জনসাধারণের চলাচলের জন্য সেখান থেকে তাদেরকে চলে যাওয়ার জন্য পূর্বে মাইকিং করে এবং নোটিশ দিয়ে জানানো হয়েছে, কিন্তু তারপরও তারা যাচ্ছিল না। নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে উচ্ছেদ অভিযান পরিচালনার শেষ পর্যায়ে মালামাল গাড়িতে তুলে নেওয়ার সময় কে বা কারা পৌরসভার ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’আশেপাশের গাড়ির ডিলারশিপ।নতুনবাজার হকার সমিতির সভাপতি মো. দুলাল বলেন, ‘আমরা কেউ অবৈধ নই। বিগত সময়ে ক্ষমতাসীনরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে দোকান বরাদ্দ দিয়েছিলেন। মাসে মাসে ভাড়াও দিতাম। কিন্তু বৈধতা না দিয়ে মৌখিকভাবে উচ্ছেদ করা হয়েছে। আমার তিনটি দোকান ভাঙায় ব্যক্তিগত ক্ষতি হয়েছে প্রায় ১০ লাখ টাকা, আর সব মিলিয়ে শতাধিক দোকানে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কে বা কারা পৌরসভার গাড়িতে আগুন দিয়েছে, আমরা জানি না। তখন শত শত বিক্ষুব্ধ মানুষ ছিল।’ঘটনার পরপরই জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
ভোলার ঘুইংগার হাটে, প্রধান শিক্ষক মালেকের বাসায় চুরি
০৪ নভেম্বর ২০২৫
ভোলা ইসলামীয়া ইউনানী মেডিকেল কলেজের বার্ষিক কোয়ালিফাই পরীক্ষা-২৫
০১ নভেম্বর ২০২৫
ভোলা পৌরসভার অবৈধ স্থাপনা দখলমুক্ত অভিযান: পৌর কর্মচারীদের উপর হামলা :৩টি গাড়ি আগুন
২৭ অক্টোবর ২০২৫
ভোলা পৌরসভার অবৈধ স্থাপনা দখলমুক্ত অভিযান: পৌর কর্মচারীদের উপর হামলা :৩টি গাড়ি আগুন
২৭ অক্টোবর ২০২৫
ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আনুষ্ঠানিক রেজিষ্ট্রেশন উদ্বোধন
০৫ অক্টোবর ২০২৫
ভোলার চরফ্যাশন আঞ্জুরহাটের আলামিন পাটোয়ারী কবিরাজির নামে প্রতারনার অভিযোগ
০৪ অক্টোবর ২০২৫
