ভোলা মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫
০৮ নভেম্বর ২০২৫

ভোলায় এলডিপি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক
24

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ | ০১:১০:২০ পিএম
ভোলায় এলডিপি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় এলডিপি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



ষ্টাফ রিপোর্টার : ভোলায় শোভাযাত্রার মধ্য দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করা হয়। প্রেসক্লাব ভবন থেকে একটি র‌্যালি বের করে এলডিপির নেতাকর্মীরা র‌্যালিটি শহরের পৌরসভা ভবনের সামনে দিয়ে কাঁচা বাজার দিয়ে সদর রোড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব ভবনের সামনে এসে র‌্যালিটি শেষ করে। র‌্যালি শেষে প্রেসক্লাব ভবনে আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হালাদার বাহিনীদের রুখে দেওয়ার জন্য কর্নেল বীর মুক্তিযোদ্ধার অলি আহমেদ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সংগঠনটি প্রতিষ্ঠা করে। এলডিপি একটি ভালো ইমেজের দল। যেই দলে যোগ দেয় মানুষ দেশের ও জনগণের কল্যাণের কথা চিন্তা করি চাঁদাবাজ সন্ত্রাস খারাপ ব্যক্তিকে প্রশ্রয় দেয় না এই দল। এলডিপির কেন্দ্রীয় যে নেতারা রয়েছেন তারা সকলে ডক্টরেট এবং স্বচ্ছ ব্যক্তি বক্তারা শিক্ষিত সমাজ ও জনগণকে উদ্দেশ্য করে আরো বলেন, দেশের ও জনগণের কল্যাণের কথা চিন্তা করে এলডিপিতে যোগ দিন। এখানে কোন নোংরামি নেই। দেশের ও জনগণের জন্য নির্দ্বিধায় কাজ করে যেতে পারবেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলডিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা জেলার সভাপতি মোঃ বশির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলডিপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, এলডিপির ভোলা জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন, সহ-সভাপতি মোঃ সবুজ, ভোলা সদর উপজেলার সভাপতি আশরাফ উদ্দিন ফারুক, ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। এছাড়াও লডিপির জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও