ভোলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
23
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ | ০৬:১০:০৫ পিএম
ভোলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
ষ্টাফ রিপোর্টার : ভোলায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বেলা বারোটায় একটি বর্নাঢ্য র্যালি জেলা বিএনপির কার্যালয়ের সমানে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।এরআগে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, সদস্য সচিব বেলাল হোসাইন, যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, যুবদল শুধুমাত্র বিএনপির অঙ্গসংগঠন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের সম্মুখযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই সংগঠন সবসময়ই গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, আছে এবং থাকবে।
তারা আরো বলেন, যুবদল গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। তরুণ প্রজন্মও বুঝে গেছে, তারেক রহমানই আগামী দিনের আশা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে জেলা যুবদলের আয়োজনকে সফল করতে ২নং পূর্ব ইলিশা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ মোঃ মাইনুদ্দিন হাওলাদার ও সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল মল্লিকের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড গুলো থেকে যুবদলের হাজার হাজার নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে হাতে রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীকসহ মিছিল নিয়ে সমবেত হতে থাকে জেলা বিএনপির চত্বরে। এতে করে মিছিলে মিছিলে পুরো কার্যালয় সহ এর আশেপাশের এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য।
আরও পড়ুন:
রাজনীতি সম্পর্কিত আরও
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের র্যালী
০৯ নভেম্বর ২০২৫
ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের র্যালী
০৯ নভেম্বর ২০২৫
ভোলায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
০৯ নভেম্বর ২০২৫
ভোলায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
০৯ নভেম্বর ২০২৫
ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের কোন দলের নয় - আলহাজ্ব গোলাম নবী আলমগীর
০৮ নভেম্বর ২০২৫
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
০৮ নভেম্বর ২০২৫
