ভোলার বাপ্তার এবিএল রহিম গংদের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে কাঁচিয়ার ফারুক : হত্যার হুমকি মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক
23
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ | ১২:১১:৩০ পিএম
এবিএল রহিম
ষ্টাফ রিপোর্টার : ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের পুত্র মোঃ ফারুককে বিদেশ নেয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে নগদ ৫লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছে এবিএল রহিম গংরা । যার কারণে এবিএল রহিম সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ফারুকের স্ত্রী ছালেহা। মামলা ও অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি মাসে এলাকার এ বি এল রহিম ও একই এলাকার ফারুক ও তার পরিবারের সাথে বিদেশ নেওয়ার কথা বলে ৫ লক্ষ টাকা মৌখিক চুক্তি হয়। বিভিন্নভাবে প্রতারণা ফেলে তার কাছ থেকে ৫ লক্ষ টাকার অধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ফারুকের। ফারুক জানান, এবিএল রহিম তাকে বিদেশ পাঠানোর কথা বলে তার থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তার নিকট নগদ টাকা না থাকার কারণে তিনি জমি বন্ধক রেখে, জমি বিক্রি করে , এমনকি তার স্ত্রীর ব্যবহৃত স্বর্ণের গহনা বিক্রি করে এবং সমিতি থেকে ঋণ নিয়ে মোট পাঁচ লক্ষ টাকা তাদের কাছে দিলে ওই এবিএল রহিম ফারুককে বিদেশ নেয়ার নাম করে বিভিন্ন ভুয়া ট্রেনিং ও মেডিকেল করিয়ে সেখানে ও এক লক্ষাদিক টাকা নিয়ে তাকে ভুয়া ভিসা ও একটি ভুয়া টিকেট প্রদান করেন। ফারুক আরো জানান উভয়ন্ত না দেখে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করি তার মধ্যে ঢাকা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো ,গাজীপুর সেনা ক্যাম্পে , টঙ্গী পশ্চিম থানায় এবং ভোলা থানায় একটি জিডি করি চার জিডি নং ১২৮৮ তারিখ ২৫-১২/২০২৪। গত ১০ সেপ্টেম্বর ২০২৪ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিযোগ করলে তারা ভোলা জেলা সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিলে ভোলা সহকারী পরিচালক এ কে এম শাহাবুদ্দিন গত ৩১আগস্ট ২০২৫ তদন্ত রিপোর্ট ঢাকায় দাখিল করেন সেখানে তিনি তার মতামতে উল্লেখ করেন বিদেশগামী ফারুক কর্তৃক আনিত অভিযোগ প্রতারণামূলক সততা পান। তিনি তার মতামতে বলেন অভিযোগকারী মোঃ ফারুক উল্লেখিত দাবি এমএস শ্যামলী ওভার সিরিজ আর এল ( ১৪১৫ ) এজেন্সিকে ফারুকে ক্ষতি পুরন দেয়ার জন্য সুপারিশ করা হয়। এ বি এল রহিম গংরা টাকা নিয়ে প্রতারণা করার পর থেকে আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার কারণে ফারুক ও তার পরিবারের সদস্যরা বিদেশে যাওয়ার ব্যবস্থা না হয় টাকা ফেরতের জন্য ঢাকায় তাদের অফিসে যাওয়ার আসায় প্রায় দুই বছর ধরে তাদের অফিসে ঘুরে ঘুরে সেখানে ও সুদের প্রায় দুই লক্ষ্য টাকা ক্ষতি হয়েছে। এবিএল রহিম গংরা কোন প্রকার টাকা ফেরত না দিয়ে বরং উল্টো ফারুক ও তার পরিবারের সকলকে হত্যার হুমকি দিচ্ছে। এদিকে ফারুকের স্ত্রী ছালেহা অভিযোগ করে বলেন এবিএল রহিম গংরা আমার স্বামীকে বিদেশে নেয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলে প্রায় ৫ লক্ষ টাকার উপরে নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে প্রতারণা করে আসছে এবং আমাদেরকে গুম হত্যা সহ নানা প্রকার হুমকি দিয়ে আসছে। তাই আমি আমার প্রাপ্য টাকা ফেরত পাওয়ার জন্য ছালেহা বাদী হয়ে ভোলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি ওই মামলায় এবিএল রহিম, মানিক মিয়া, নরুল ইসলাম, রুহুল আমিন পন্ডিত এই চারজনের বিরুদ্ধে মামলা করলে ওই আসামীরা আমাকে ও আমার স্বামীসহ পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আমাদেরকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে এমনকি ওই অফিসের ডাইরেক্টর নুরজাহান আক্তার সহ ওই গংদের নিকট হাজার দিন গেলে ও তিনি টাকা ফেরত না দেওয়ার কথা বলে উল্টো আমাকে ও আমার স্বামীসহ পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আমাদেরকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে মামলার আসামিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেনি। মোঃ ফারুক ও মামলার বাদী সালেহা বেগম প্রশাসনের সকল স্তরের সকলের সহযোগিতার মাধ্যমে আমার টাকা ফেরত পাওয়ার দাবি করছি।
আরও পড়ুন:
চাকরি সম্পর্কিত আরও
ওয়েষ্ট জোন পাওয়ারে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে ভোলা জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান
১৬ নভেম্বর ২০২৫
ওয়েষ্ট জোন পাওয়ারে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে ভোলা জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান
১৬ নভেম্বর ২০২৫
ওয়েষ্ট জোন পাওয়ারে আউটসোর্সিং নিয়োগ বাতিলের দাবিতে ভোলা জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান
১৬ নভেম্বর ২০২৫
ভোলার নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০৯ নভেম্বর ২০২৫
ভোলার নবাগত জেলা প্রশাসক ডা. শামীম রহমান
০৯ নভেম্বর ২০২৫
ভোলার বাপ্তার এবিএল রহিম গংদের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে কাঁচিয়ার ফারুক : হত্যার হুমকি মামলা দায়ের
০৪ নভেম্বর ২০২৫
