ভোলা মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫
০৪ অক্টোবর ২০২৫

ভোলার ঘুইংগার হাটে, প্রধান শিক্ষক মালেকের বাসায় চুরি


নিজস্ব প্রতিবেদক
91

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ | ১২:১১:৩৯ পিএম
ভোলার ঘুইংগার হাটে, প্রধান শিক্ষক মালেকের বাসায় চুরি প্রধান শিক্ষক আব্দুল মালেক।



ভোলা সদর উপজেলার ঘুইংগার হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকের বাসায় চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ থেকে জানা যায় প্রধান শিক্ষক মালেক এর ০১ পুত্র ও ০১টি কন্যা সন্তান রহিয়াছে। চাকরীর সুবাদে ছেলে-মেয়ে ও স্ত্রী নিয়ে বিগত ৩ বছর যাবৎ ভাড়া বাসায় বসবাস করিয়া আসিতেছি। তাহার বাসার তালা চাবী মাঝে মধ্যে সরল বিশ্বাসে লাল মিয়া, কেয়ার টেকার শফিজল, মোঃ আলী হোসেনদের নিকট থাকতো। তিনি গত ২৭/১০/২০২৫ ইং তারিখ রাত্র আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় ভাড়া বাসার দরজায় তালা মারিয়া ছেলে, মেয়ে এবং স্ত্রীকে নিয়ে দৌলতখান নিজ শশুর বাড়ীতে বেড়াতে যায়। এই সুযোগে গত ০২/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় তাহার ছেলে, মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া বাসার প্রবেশ করিয়া দেখেন যে, তাহার বসত ঘরের সকল মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং বাসায় থাকা ষ্টীলের আলমীরা ও ড্রয়ার সহ সোকেস, টেবিল ইত্যাদির ড্রয়ারের তালা ভাঙ্গা ও খোলা। তখন তিনি মালামালের খোজ করিয়া দেখেন যে, আলমীরাতে থাকা ২ ভরি ওজনের ০২ জোড়া স্বর্নের কানের দুল, যাহার বাজার মুল্য ৪,০০,০০০ টাকা, ১ জোড়া হাতের কাল ওজন ৩ ভরি যাহার বাজার মূল্য ৬,০০,০০০ টাকা, ১ টি নেকলেস, যাহার ওজন-২ ভরি ৮ আনা, যাহার মূল্য- ৩,০০,০০০ হাতের ৬টি স্বর্ণের আংটি, ওজর ১ ভরি ৮ আনা, যাহার মূল্য-৩,০০,০০০ টাকা, ১ টি রুপার ব্যসলেট যাহার মূল্য-৪,০০০ এবং নগদ ১,৫০,০০০ টাকা, যাহার সর্বমোট চোরাই মূল্য ১৭,০৪০০০ টাকা চুরি করিয়া নিয়া গিয়াছে। উক্ত বিষয়য়ে প্রধান শিক্ষক মালেক ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত বিষয়ে তদন্তকারী কর্মকর্তা জানান যে, উক্ত বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আরও পড়ুন:

অন্যান্য সম্পর্কিত আরও