ভোলা মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫
০৮ নভেম্বর ২০২৫

ভোলায় ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা


নিজস্ব প্রতিবেদক
21

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ | ০৬:১১:১৪ পিএম
ভোলায় ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ভোলা-১ আলহাজ্ব গোলাম নবী আলমগীর, ভোলা-২ হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ মো. নুরুল ইসলাম নয়ন।



ভোলাদর্পণ প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন। ভোলা-১ (সদর) আসনে গোলাম নবী আলমগীর, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন।প্রার্থীদের নাম ঘোষণার পর ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। এসময় দলের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, ছাত্রদলের নেতাকর্মীরা এসে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন।এ ছাড়া নাম ঘোষণার পর ভোলা-২ আসনের প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহীম এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থেকে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা বলেন। একই সঙ্গে নেতাকর্মীদের মানুষের দ্বার দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার নির্দেশ দেন।

বিএনপি থেকে ধানের শীষে মনোনয়ন পেয়ে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলার উদ্দেশ্যে এক বার্তায় বলেন, প্রিয় ভোলাবাসি, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর আমরা এক মুক্ত পরিবেশে আজ আপনাদের ভালবাসায় আমাকে ভোলা-১ আসনে প্রার্থী হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। তার প্রতি আমার কৃতজ্ঞতা। এখন আমাদের কাজ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী কাজ এগিয়ে নিয়ে বিজয়ী হওয়া। আমি সবাইকে আমার সাথে একাত্মা হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। বিগত দিনের ভুল বোঝা-বুঝির জন্য যে অনাকাংখিত ঘটনা ঘটেছে তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সবাইকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি।


আরও পড়ুন:

রাজনীতি সম্পর্কিত আরও