ভোলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক
21
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ | ০১:১০:০২ পিএম
ভোলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা অনুদান বিতরণ
ষ্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রতি জনকে ৫০ হাজার টাকা করে ৩৮ জনের মধ্যে ১৯ লক্ষ টাকার চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সাড়ে বারোটার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, ভোলা যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে।
ভোলা জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক রজত শুভ্র সরকার এর সঞ্চালনায় ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান প্রধান অতিথি হিসেবে উক্ত অনুদানের চেক সংশ্লিষ্টদের হাতে তুলে দেন। এসময় তিনি সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।
৩৮ জন চেকগ্রহীতাদের মধ্যে ভোলা সদর উপজেলার ১৩ জন, দৌলতখান উপজেলার ০৫, বোরহানউদ্দিন উপজেলার ০৬, তজুমদ্দিন উপজেলার ০৩, লালমোহন উপজেলার ০২, চরফ্যাশন উপজেলার ০৬ এবং মনপুরা উপজেলার ০৩ জন রোগী। তাঁরা সবাই গত ২০২৪-২৫ অর্থবছরের অনুমোদিত অপেক্ষমান তালিকায় ছিলেন।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ম কিস্তির ১৩২ জনের বরাদ্দ হতে অবশিষ্ট ৯৩ জনকে আর্থিক সহায়তা দেয়ার নিমিত্তে প্রাপ্ত আবেদনের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র যাচাই-বাছাইয়ের নিমিত্তে সিভিল সার্জন মহোদয়ের কার্যালয়ে পাঠানো হয়েছে।
উল্লেখ্য সমাজসেবা অধিদফতরের অন্যান্য সকল সেবার মত এ সেবাটিও বিনামূল্যে। সুতরাং কোন দালাল, প্রতারক বা অন্য কাউকে চেক প্রাপ্তির বিষয়ে কোনপ্রকার টাকা-পয়সা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভয়াল ১২ই নভেম্বর স্মরণে ভোলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
১৬ নভেম্বর ২০২৫
ভয়াল ১২ই নভেম্বর স্মরণে ভোলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
১৬ নভেম্বর ২০২৫
ভয়াল ১২ই নভেম্বর স্মরণে ভোলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
১৬ নভেম্বর ২০২৫
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
১৬ নভেম্বর ২০২৫
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
১৬ নভেম্বর ২০২৫
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
১৬ নভেম্বর ২০২৫
