ঢাকা হাজারীবাগ হাজী ফালুমিয়া রোডের সরকারী কাজের ধীরগতি: এলাকার মুসল্লীদের নামাজের স্থান মসজিদের কাজ আজও শুরু করতে পারছেনা মুসল্লীরা
নিজস্ব প্রতিবেদক
257
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ | ০৩:১০:০৬ পিএম
ঢাকা হাজারীবাগ হাজী ফালুমিয়া রোডের সরকারী কাজের ধীরগতি: এলাকার মুসল্লীদের নামাজের স্থান মসজিদের কাজ আজও শুরু করতে পারছেনা মুসল্লীরা
মানবাধিকার কর্মী ও সাংবাদিকের কলমে লেখা:-
রাজধানীর হাজারীবাগ এলাকার হাজী ফালুমিয়া রোডের ২ - ৩ বছর বেহাল দশার কারনে মেরামত ও সংস্কারের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাস্তাটি এলাকার সুবিধার্থে একটি বাজেট পাশ করে দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দিলে কাজটি প্রায় ১১ মাস আগে মেরামত শুরু করে। দূঃখের বিষয় হলো এই - ঠিকাদারী প্রতিষ্ঠান এমনভাবে এলোমেলো অবস্থায় কাজটি করে যাচ্ছে যেটা দেশের কোথাও এমন কাজ কোন প্রতিষ্ঠান করে বলে মনে করছেনা স্থানীয়রা৷
ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটি কেটে ফেলে রেখে দীর্ঘদিন পর্যন্ত জনগনকে ভোগান্তির পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কয়েকবার যোগাযোগ করলে কয়েক মাসে তিনটি ধাপে রাস্তাটির তৃতীয়াংশ পর্যন্ত মেরামত ও ঢালাইয়ের কাজ গত ২৪ ই সেপ্টেম্বর রাতের শেষাংশে ঢালাইয়ের কাজটি
শেষ করলেও চতুর্থাংশের কাজ একটু একটু করে কোনমতে লোকজনের চোখে ধুলা দেয়ার মতো করার কারনে জনগনের চলাচলে বিরাট অসুবিধা হচ্ছে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো- রাস্তার শেষাংশটি মেইন মাথাটি হাজী সালাম সর্দার রোডের সাথে জড়িত ও ওই রোডে চলাচলের কোন বাইপাশ রোড নাথাকায় মসজিদের কাজ বন্ধ করে মসজিদের ওয়াল ভেংগে দিয়ে জনগনের যাতায়াত সহ রিকশা ও ভ্যান চলাচলের ব্যবস্থা করা হয় যা ছবির ক্যাপশনে রয়েছে।
ঠিকাদারের নিয়োজিত ফোরম্যান ( রুহুল আমিনকে) কাজ কবে শেষ হবে জিজ্ঞেস করলে আশানুরুপ কোন উত্তর দিতে পারেনি।
অতীব দূঃখের বিষয় -
মসজিদের কাজটি গত ১ লা জানুয়ারী থেকে শুরু করার কথা থাকলেও রাস্তার কাজ শুরু হলে পরে আর কাজ করা সম্ভব হয়নি। যার কারনে মুসল্লীদের নামাজ পড়তে অনেক দূরে যেতে হয়৷
বর্তমানে জনগনের চলাচলের পথ বন্ধ করে মসজিদের কাজ শুরু হলে রাস্তার ফেলে রাখা শেষাংশের কাজের কারনে এলাকায় নানান রকমের ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।
তাছাড়া সামনে মাহে রমজান চলে আসতেছে। চলতি মাসের থেকে মসজিদের কাজ শুরু করে ৩/৪ মাসে মসজিদটি নামাজ পড়ার উপযোগী পরিমানে কাজ করা জরুরী।
তাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি করজোরে অনুরোধ - দয়া করে ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতি বন্ধ করে আগামী ১ সাপ্তাহের মধ্যে যেনো রাস্তার কাজটির শেষাংশের কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে করে দিয়ে জনগনের কষ্ট লাঘবে সহায়তা করে তার বিহীত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন হাজী ফালুমিয়া রোডের স্থানীয়রা।
হাফেজ মোঃ নুরউল্লাহ
রিপোর্টার ও মানবাধিকার কর্মী
হাজারীবাগ, ঢাকা।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
ভয়াল ১২ই নভেম্বর স্মরণে ভোলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
১৬ নভেম্বর ২০২৫
ভয়াল ১২ই নভেম্বর স্মরণে ভোলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
১৬ নভেম্বর ২০২৫
ভয়াল ১২ই নভেম্বর স্মরণে ভোলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
১৬ নভেম্বর ২০২৫
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
১৬ নভেম্বর ২০২৫
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
১৬ নভেম্বর ২০২৫
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
১৬ নভেম্বর ২০২৫
